আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর || অবৈধ ভাবে মজুদ করা বিলেতি মদ ও শব্দবাজি আটক করে রাজধানীর অরুন্ধতী নগর থানার পুলিশ। যার বাজার মূল্য ১ লক্ষ টাকা হবে বলে জানায় পুলিশ।
জানা যায়, পুলিশ প্রশাসন ও পরিবেশ দুষন নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে আগে থেকেই শব্দবাজি যাতে না পড়ানো হয় তার জন্য জনগনকে সচেতন করা হয়েছিল। তার পরেও কতিপয় ব্যবসায়ীরা অবৈধভাবে পুজোর দিনগুলোতে শব্দবাজি তুলে ব্যবসা শুরু করে দেন আর তার বিরুদ্ধে অভিযানে নামে এডি নগর থানার পুলিশ।