ডান্স ত্রিপুরা ডান্স প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিরোপা দখলে রাজ্যবাসীর সাহায্য কামনা সায়ন্তনীর

khowaiগোপাল সিং, খোয়াই, ২০ মে ।। খোয়াইয়ের মেয়ে সায়ন্তনী ভৌমিক। খোয়াই বিপিসি পাড়া নিবাসী পিতা শংকর ভৌমিক এর চোখে-মুখে এখন তৃপ্তির অনাবিল আনন্দ এবং প্রাপ্তির প্রত্যাশা। কারন সায়ন্তনী ‘ডান্স ত্রিপুরা ডান্স’ ত্রিপুরার বর্তমান সময়ের আকর্ষনীয় নৃত্য প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে প্রবেশ করে ফেলেছে। সামনে শুধুই ত্রিপুরা শ্রেষ্ঠ শিরোপা দখলের হাতছানির অপেক্ষা। আর তাই আশির্বাদ স্বরূপ রাজ্যবাসীর কাছে সায়ন্তনী’র ভোট কামনা। খোয়াই প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকে খোয়াইয়ের মেয়ের ডান্স প্রতিযোগিতায় ত্রিপুরা শ্রেষ্ঠ শিরোপা দখলের জন্য ভোট আপিল।
যে কোন এয়ারসেল মোবাইল থেকে টাইপ করতে হবে –
“DTD <space> SAYANTANI”
পাঠাতে হবে এই নম্বরে 51212
২৯শে মে অবধি ভোটিং লাইন খোলা থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*