আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর || গত ১৬ই অক্টোবর, লক্ষ্মী পূজোর দিন আগরতলা স্মার্ট বাজার থেকে অনেকগুলো জিনিস নিয়ে শুধুমাত্র ২ প্যাকেট বিস্কুটের বিল করে বাকি জিনিস চুরি করে পালাচ্ছিলোছিল ২ যুবক। সেই সময় স্মার্ট বাজারের নিরাপত্তারক্ষী তাদের আটকে ফেলে। এরপর পুলিশে খবর দিলে সেই পরিপ্রেক্ষিতে আগরতলা পশ্চিম থানার পুলিশ তাদের বিরুদ্ধে এফ আই আর গ্রহণ করেন এবং শুক্রবার তাদেরকে কোর্টে তোলা হয় বলে জানান পশ্চিম থানার ওসি পরিতোষ দাস।