আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর || গত ১৬ই অক্টোবর, লক্ষ্মীপুজোর রাতে রাজধানী আগরতলার ইন্দ্রনগর সরোজ সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় বাজি ফোটানোর ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আটক হয় দুই যুবক। আটককৃত দুই যুবকের নাম রাকেশ সরকার ও রাজেশ সরকার। শুক্রবার তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয় বলে জানান আগরতলা এনসিসি থানার ওসি সুশান্ত দেব।
উল্লেখ্য, লক্ষ্মীপুজার দিন ইন্দ্রনগর সরোজ সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় সুরঞ্জন সরকারের বাড়িতে কয়েকজন যুবক নিষেধ করার সত্বেও বাড়িতে আতশবাজি ফোটাচ্ছিল। তাদের বাঁধা দেওয়াতে পরর্বতী সময়ে তাঁর বাড়িতে হামলা চালায় এবং সুরঞ্জন সরকারকে মারধর করে বলে অভিযোগ। পরবর্তী সময়ে তিনি এনসিসি থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। তদন্তে ইন্দ্রনগরের নিবাসী রাকেশ পাল এবং রাজেশ পালকে গ্রেফতার করে পুলিশ।