আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর || কালী মায়ের মন্দিরের স্বর্ণের অলংকার চুরি। ঘটনা প্রতাপগড় বসাকপাড়াস্থিত ভোলা বণিকের বাড়িতে। জানা যায়, শনিবার রাতে কালী মায়ের শরীরের সমস্ত স্বর্ণ অলংকার চোরের দল নিয়ে চম্পট দেয়। এই বিষয়ে বিস্তারিত জানান ভোলা বণিক নিজেই।