আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর || পশ্চিম ত্রিপুরা জেলা পাওয়ার লিফটিং এসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর এন এস আর সি সি পাওয়ার লিফটিং হলে আয়োজন করা হয় পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক পাওয়ার লিফটিং এর আসর। রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক পাওয়ার লিফটিং আসরের উদ্বোধন করেন বিধায়ক তথা ত্রিপুরা পাওয়ার লিফটিং এসোসিয়েশনের সভাপতি পিনাকী দাস চৌধুরী, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, যুগ্ম সচিব স্বপন সাহা, ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা সহ আরো অনেকে। ১ দিন ব্যাপী আয়োজিত এই আসরে ১৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।