আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর || আদালতের নির্দেশ মেনে সকলের প্রাপ্য মিটিয়ে দেওয়ার আহবানে ‘ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটি’র উদ্যোগে আগামী ৬ই নভেম্বর, ২০২৪ইং জুটমিল প্রাঙ্গনে গণ বিক্ষোভের আয়োজন করা হবে। সেই বিষয় নিয়ে রবিবার আগরতলা টাউন হলে এক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে তারা দাবী তুল্রন, সুপ্রীম কোর্ট ও হাই কোর্টের নির্দেশ অনুযায়ী ১৯৯৬ সালের ১লা জানুয়ারি জুটমিলে কর্মরত ১৬৪৭ জন কর্মচারীর প্রাপ্য একত্রে মিটিয়ে দেওয়া, পেমেন্টের ১৫ দিন পূর্বে পে শ্লিপ ও আইপিএস যথাবিহীত বণ্টন করা, ইউনিয়নবাজী পেমেন্ট না করা ইত্যাদি।