স্বর্ণকমল জুয়েলার্সের ‘ধনতেরাস ধনসমৃদ্ধি’ উৎসব শুরু ২২শে অক্টোবর থেকে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর || স্বর্ণকমল জুয়েলার্সের ‘ধনতেরাস ধনসমৃদ্ধি’ এই উৎসব শুরু হতে চলেছে আগামী ২২শে অক্টোবর থেকে। চলবে ২রা নভেম্বর ২০২৪ পর্যন্ত। ধনতেরাস উপলক্ষে স্বর্ণকমল জুয়েলার্স ত্রিপুরাবাসীর জন্য নিয়ে এলো নানা উপহার, যা সকল ত্রিপুরাবাসীর মন জয় করবে বলে জানান স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার গোপাল চন্দ্র নাগ।
রবিবার এই উপহার সমন্ধে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার গোপাল চন্দ্র নাগ। তিনি বলেন, মেগা লাকী ড্র’তে
৩০ গ্রাম সোনার গয়না এবং প্রতিটি লাকী ড্র’তে সোনার কয়েন থাকছে। পাশাপাশি ১৫ গ্রামের উর্দ্ধে নতুন সোনার গয়না কেনাকাটায় ও ৩৫ হাজার টাকার হীরের গয়না কেনাকাটার উপর প্রতিটি কেনাকাটায়বস্বর্ণমুদ্রা থাকছে।
এদিন উপহার সমন্ধে আরো বিস্তারিত জানান স্বর্ণকমল জুয়েলার্সের মুখপাত্র সুরজীৎ চক্রবর্তী। তিনি বলেন, এই ধনতেরাসের সবচেয়ে বড়
বাম্পার লাকী ড্র-তে ১লক্ষ টাকার হীরের নেকলেস। হীরের গয়নার মজুরীতে ১০০ শতাংশ
ছাড় ও সোনার গয়নার মজুরীতে ২৭ শতাংশ অথবা ৩৬৫ টাকা প্রতি গ্রামে ছাড় থাকছে। সঙ্গে
প্রতিটি কেনাকাটায় বিশেষ উপহার রয়েছে।
এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডাইরেক্টর জয় নাগ ও দিবাকর নাগ। তারা ত্রিপুরাবাসীর জন্য বিশেষ হীরের প্রদর্শনী ও যেকোনো পুরাতন গয়নার পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গয়না কেনার সুবর্ণ সুযোগ এর কথা উল্লেখ করেন।
স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকে সকল ত্রিপুরাবাসীকে শুভ বিজয়া ও শুভ দীপাবলির শুভেচ্ছা জ্ঞাপন করেন। উপরিক্ত সকল ছাড় ও উপহার আগরতলা ও উদয়পুর শোরুমের জন্য প্রযোজ্য বলে জানান তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*