দেবজিত চক্রবর্তী , আগরতলা, ২০ মে ।। সাংবিধানিক রীতি মেনে রাজ্যের নবনিয়ুক্ত রাজ্যপাল তথাগত রায় শপথ গ্রহনের মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহন করেছেন। বুধবার, রাজভবনের দরবার হলে এক অনারম্বর অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক কুমার গুপ্তা নতুন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। রাজ্যপাল বাংলায় শপথ বাক্য পাঠ করেন। রাজভবনে তথাগত রায়ের শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মূখ্যমন্ত্রী মানিক সরকার, মন্ত্রীসভার সদস্যবৃন্দ, আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা, বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ, এডিসি’র মূখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরন দেববর্মা, এস ডি এম মানিক লাল দাস, রাজ্য পুলিশের মহা নির্দেশক কে নাগরাজ, মূখ্যসচিব যশপাল সিং, রাজ্যপালের সচিব শান্তনু দাশ সহ রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
নবনিয়ুক্ত রাজ্যপাল তথাগত রায় সংবাদ মাধ্যমের সঙ্গে খোশ মেজাজে বার্তালাপে অংশ নিয়েছেন। রাজ্যপাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশের ব্রাক্ষনবাড়ীয়ার পৈতৃক ভিটের উদাহরনে এই অঞ্চলের মাটির সঙ্গে যোগাযোগের কথা সহ নানা বিষয়ে আলকপাত করেছেন। এক মন্তব্যে বলেছেন সঠিক সময়েই রাজ্যের রাজ্যপাল হিসেবে তাকে দায়িত্ব তুলে দেয়া হয়েছে।
রাজ্যপাল প্রথম দিনেই রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক ভূমিকার প্রশ্নে বলেছেন কিছু দিনের মধ্যেই প্রধানমন্ত্রী বাংলাদেশে যাচ্ছেন স্বভাবতই এই সফরে দু’দেশের মৈত্রীর বন্ধন যেমন শক্তিশালী হবে তেমনি ত্রিপুরার স্বার্থ নিয়েওকথা হবে। তিনি আগরতলা – কোলকাতা সরাসরি সড়কপথে যোগাযোগ নিয়ে সচেষ্ট হবেন বলে জানান।