আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর || শহর জুড়ে থেমে নেই চুরির ঘটনা। বাড়ি ঘরই হোক অথবা রাস্তার পাশে রাখা গাড়ি। সুযোগ পেলেই চোরের দল হাতিয়ে নিচ্ছে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র। সোমবার রাতে রামনগর ৮নং রাস্তা নিবাসী বিপ্রজিত ঘোষের ট্রাক অটো থেকে দুই চোর ব্যাটারি চুরি করে নিয়ে পালায়। পুরো ঘটনাই পাশের বাড়ির সিসি ক্যামেরায় রেকর্ডিং হয়। সেখানে দেখা যায় একটি পালসার বাইক নিয়ে দুই চোর দুবার ঘুরাঘুরির পর গাড়িটির সামনে থেমে সেখান থেকে ব্যাটারি চুরি করে নিয়ে পালায়। এখন দেখার সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ চোরেদের সনাক্ত করতে পারে কিনা।