আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর || ৩১ই অক্টোবর আলোর উৎসব দীপাবলি। আর এই দীপাবলিকে কেন্দ্র করে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও ইন্দ্রনগর জয় মা কালী সন্তান সংঘ মন্দির সেজে উঠছে নতুন রূপে। রং থেকে শুরু করে লাইটিং ও মায়ের মূর্তি নতুন রূপে সাজিয়ে তোরা হচ্ছে। এবারের পূজো নিয়ে বিস্তারিত জানিয়েছেন মন্দির কমিটির সম্পাদক টিংকু ঘোষ।