আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর || রাজধানীর যুবসমাজ ক্লাব সংলগ্ন পুকুরকে নতুন ভাবে সংস্কারের জন্ন্য এক বৈঠকের আয়োজন করা হয়। বুধবার এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর জান্নবি দাস চৌধুরী সহ যুবসমাজ ক্লাবের কর্মকর্তারা।
এদিন বৈঠক শেষে মেয়র দীপক মজুমদার যুবসমাজ ক্লাব সংলগ্ন পুকুর পরিদর্শন করেন।