আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর || বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায় রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকার তিনটি মিষ্টির দোকান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌচজায় তিনটি দমকলের ইঞ্জিন। বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। প্রাথমিক তদন্তে জানা যায়, রান্নার সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
ঘটনার পর খবর পেয়ে আখাউড়া বর্ডার গোলচক্করে অগ্নিকাণ্ড স্থল পরিদর্শনে যান এলাকার বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি আশ্বাস দেন যাদের দোকান গুলো পুড়েছে তাদের পাশে থাকবেন এবং কিভাবে নতুন করে দোকান ঘর তৈরি করা যায় সেই আশ্বাস দেন মেয়র।