আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর || গোপন খবরের ভিত্তিতে আবারও আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আর পি এফ মিলে ১ জনকে গ্রেফতার করেছে। জানা যায়, আটককৃত ব্যাক্তির কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১৫.৫ কেজি শুকনো গাঁজা। পুলিশ জানায়, ২টি বেগের ভিতরে করে গাঁজা গুলি নিতে চেয়েছিল বহিরাজ্যে। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২৪ হাজার টাকা। মুম্বাই এক্সপ্রেস রেলে করে নিতে চেষ্টা করছিল গাঁজা গুলি।
এ নিয়ে আগরতলা জিআরপি থানাতে উনার বিরুদ্ধে একটি এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়। এর মধ্যে আরো কারা যুক্ত আছে এ নিয়ে জিআরপি থানার পুলিশ উনাকে জোরালো ভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই মামলাতে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান পুলিশের। পুলিশ জানায়, উনার নাম ফারুক উদ্দিন আহমেদ, বয়স ৩৫ বছর। বাড়ি আদামের কামরূপ জেলায়।