আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর || শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে ২১’তম প্রাণী সম্পদ শুমারি কার্যক্রমের সূচনা করা হয়। এদিন এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা নিরাজ কুমার চঞ্চল, হর্টিকালচারের ডেপুটি অধিকর্তা শান্তনু দেববর্মা, মৎস্য দপ্তরের ডেপুটি অধিকর্তা অলক দেববর্মা সহ অন্যান্যরা। এদিন রাজধানীর গোর্খাবস্তিস্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সভাগৃহে হয় এই মূল অনুষ্ঠানটি।