আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর || আবারও গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। এই ৩ জনের মধ্যে ২ জন মহিলা এবং ১ জন পুরুষ। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। পুলিশ জানায়, তারা আগরতলা থেকে ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে।আগরতলা জি আর পি এস, আগরতলা আর পি এফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসায় তারা জানায়, তারা পশ্চিমবঙ্গ যাবে। তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে আগরতলা জিআরপি থানায় এবং এই মামলার সঙ্গে আরো অনেকে গ্রেপ্তার হতে পারে বলে অনুমান পুলিশের।
এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়। পুলিশ জানায় তাদের নাম সাগর ঘোষ (১৯), সোনালী রানী ঘোষ (৩৭), মনীষা কুমারী ঘোষ (১৯)। তারা প্রত্যেকেই বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা।