সুব্রত দাস, গন্ডাছড়া, ২৬ অক্টোবর || বাংলদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর লাগাতার নির্যাতনের পরিপ্রেক্ষিতে অবৈধ পথে সীমান্ত ডিঙিয়ে অনুপ্রবেশ চলছেই। এরকমই অনুপ্রবেশ করার দায়ে চার বাংলাদেশী নাগরিককে শনিবার দুপুরে গ্রেপ্তার করলো গণ্ডাছড়া থানা। এদিন গোপন খবরের ভিত্তিতে গণ্ডাছড়া বাজার এলাকা থেকে বাংলাদেশের রাঙামাটি এলাকার দুই জন পুরুষ ও দুই জন মহিলা মিলিয়ে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া বাংলাদেশী নাগরিকেরা হলেন চিক্য চাকমা (২৪), রূপসী চাকমা (৩২), দীপ্সি চাকমা (৩৯) এবং রেভেল চাকমা (২২)। এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে আদালতে পাঠায় থানা। আদালত এদের সাত নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে। আগামী ৭ই নভেম্বর এদের পুনরায় আদালতে হাজির করা হবে।