শ্যামলীমা আবাসন ও জেআরসি’র প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর || শ্যামলীমা আবাসন সোসাইটি এবং জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ-প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বপূর্ণ পেশায় নিয়োজিত থাকা সত্ত্বেও বিনোদনের উদ্দেশ্যে একদিনের জন্য মাঠে ক্রীড়া অনুষ্ঠানে আনন্দ উপভোগ করতে পেরে দু-দলের খেলোয়াড় এবং আয়োজকরা অত্যন্ত আপ্লুত অনুভব করছেন। আগামী দিনেও এ ধরনের প্রীতি ক্রিকেট এবং অন্যান্য ক্রীড়া আয়োজনের মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানের সম্পর্ক জারি থাকবে বলে উপস্থিত অতিথিদের প্রত্যেকেই অভিমত ব্যক্ত করেন। ‌ রাজধানীর ভোলাগিরি ক্রিকেট গ্রাউন্ডে সকাল ৯টা ৩০ মিনিটে ম্যাচ শুরুতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে শ্যামলীমা আবাসন সোসাইটি সীমিত ওভারে আট উইকেটে ১৭১ রান সংগ্রহ করলে জবাবে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ৮ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করতেই সীমিত ওভার ফুরিয়ে যায়। খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের নিরিখে পঙ্কজকে প্লেয়ার অব দ্যা ম্যাচের সুদৃশ্য ট্রফি দেওয়া হয়। বোলিংয়ে চারটি উইকেট তুলে নিয়ে জাকির বেশ প্রশংসিত হয়েছেন। শ্যামলীমা আবাসন সোসাইটির হয়ে শাহীন, দীপ্তনু, নবীন, অয়ন, শিবা, ঋষি, সঞ্জীব, বাপি, পংকজ সৌমেন এবং হরি যেমন দুর্দান্ত খেলেছেন, তেমনি জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের হয়ে অভিষেক, সুব্রত, প্রসেনজিৎ, মেঘধন, বিশ্বজিৎ, জাকির, প্রণব, বাপন, মিলটন, সুমন, কিরিটি, কৃশানু, রাজেশ দারুণ খেলা উপহার দিয়েছেন। ‌খেলা শেষে এক বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবর্গ তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, শ্যামলীমা আবাসন সোসাইটির সহ-সভাপতি অলক চক্রবর্তী, উপদেষ্টা মোহনলাল সাহা, পদ্ম দেববর্মা, সম্পাদক নীলকমল দে পুরকায়স্থ, কার্যকরী সদস্য অমল রায়, জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ প্রমূখ বিজয়ীদের হাতে সুদৃশ্য চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি তুলে দেন। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের পক্ষে সম্পাদক অভিষেক দে এবং শ্যামলীমা আবাসন সোসাইটির পক্ষে সম্পাদক নীলকমল দে পুরকায়স্থ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*