আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর || আসন্ন দীপাবলি উপলক্ষে মাটির প্রদীপ কিনলেন খোদ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শনিবার রাজধানীর নন্দননগর এলাকায় গিয়ে মাটির প্রদীপ সহ মাটির তৈরি বিভিন্ন সামগ্রী কেনাকাটা করলেন মুখ্যমন্ত্রী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দীপাবলি মানেই আলোর উৎসব, দীপাবলি মানেই অন্ধকারময় আসুরিক শক্তির বিরুদ্ধে আলো রূপী সত্যের জয়ের উৎযাপন। সবাই মিলে উৎসবের এই দিনগুলোতে স্থানীয় শিল্পীদের তৈরি পণ্য ক্রয়ের মাধ্যমে সবার জীবন আলোকিত করে তোলার আহবান জানান তিনি। পাশাপাশি রাজ্যবাসীকে দীপাবলির আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।