আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর || শরতের কুয়াশা মাখা পড়ন্ত বিকেলে বিজয়ার বিষাদঘন বেলায় এক আলোকজ্জ্বল জমজমাট সন্ধ্যা উপহার দিলো আগরতলা পুর নিগমের ৩৯নং ওয়ার্ড আয়োজিত তৃতীয় শারদ সম্মাননা-২০২৪ কার্যক্রম। শনিবার রাজধানীর অরুন্ধতী নগরে ৩৯নং ওয়ার্ডের তৃতীয় তম শারদ সম্মান করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকার দাস দত্ত, ৩৯নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা। পাশাপাশি যে সমস্ত ক্লাব পুরস্কৃত হয়েছেন ক্লাবের কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন।
এদিন সন্ধ্যায় শহর দক্ষিণাঞ্চল এলাকার বিভিন্ন ক্লাবসমূহের মধ্যে বিভিন্ন বিভাগে শারদ সম্মাননা প্রদান করা হয়।
এদিন বাংলার লোক সংস্কৃতির অনন্য নিদর্শন ধামাইল ও ধুনুচি নাচের অনবদ্য প্রস্তুতি ও সেন্ট জেভিয়ার্স স্কুলের আকর্ষনীয় ব্যান্ডের মূর্ছনা এই অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করে।