আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর || রবিবার ৫-খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বলদাখাল এসবি স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১৫’তম মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ৫-খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন আগরতলা আর ডি ব্লকের চেয়ারম্যান ঝর্ণা রানী দাস, পাঁচ খয়েরপুর যুব মোর্চার মন্ডল সভাপতি মান্না দে, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য কৃষ্ণের দেশ ও যুব মোর্চার একনিষ্ঠ কার্যকর্তাগণ।