আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর || রোটারি ক্লাব অফ আগরতলা সিটি, আর এ সি আগরতলা সেন্ট্রাল এবং আর এ সি আগরতলা সিটির যৌথ উদ্যোগে রবিবার এক স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করা হয়। এদিন রাজধানীর আনন্দময়ী আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এদিনের শিবিরে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রোটারি ক্লাব অফ আগরতলা সিটির সভাপতি ডক্টর নিহার রঞ্জন দাস সহ অন্যান্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী উদ্যোক্তা ও রক্তদাতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি রক্তদানে এগিয়ে আসার জন্য সকল রাজ্যবাসীর প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী।