সুব্রত দাস, গন্ডাছড়া, ০৩ নভেম্বর || কেমন আছি আমরা, কেমন আছে টিটিএএডিসি’র জনজাতিরা? সাম্প্রতিককালের ছবিতে রাত প্রায় ২টা। এই গভীর রাতে একজন পুরুষ এবং একজন মহিলা মিলে গন্ডাছড়া মহকুমা সদর বাজার সাফাই করে চলেছেন। দীর্ঘক্ষন পরিলক্ষিত করার পর জিজ্ঞাসা করতেই এগিয়ে আসেন সাফাইয়ের পুরুষ কর্মী প্রহলাদ ত্রিপুরা নামক এক জনজাতি ব্যক্তি। দীর্ঘ আলোচনায় সাফাই কর্মী জনজাতি প্রহল্লাদ ত্রিপুরা জানান, গত ১৭ বছর যাবৎ গন্ডাছড়া মহকুমার কৃষি মহকুমা দপ্তরের অধীনে বাজারে সাফাই’র কাজ করে আসছেন। সাম্প্রতিককালে শারীরিকভাবে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন সাফাই কর্মী প্রহল্লাদ ত্রিপুরা। ফলে সংসারের ৭ থেকে ৮ জনের ঘানি টানতে অসুস্থ স্বামীর সঙ্গে সমান তালে রাত জেগে সঙ্গ দিয়ে সাফাই করে কোন রকমে সংসার প্রতিপালন করে চলেছেন স্ত্রী পতিনিলক্ষী ত্রিপুরা। সাফাই কর্মী প্রহল্লাদ ত্রিপুরা এবং স্ত্রী পতিনিলক্ষী ত্রিপুরা কাতরে জানান, এডিসি সরকারের উপর অনেক আশা ছিল কিন্তু কিছুই পাইনি। এখন রাজ্য সরকার যদি আমাদের এই নিঃস্ব পরিবার গুলির জন্য কিছু একটা সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তাহলে বেঁচে যেতাম। টিটিএএডিসি এলাকার এই জনজাতি পরিবারের কাতর আর্তনাদের কথা কি পৌঁছুবে এডিসি নেতৃত্বদের কানে? অপেক্ষায় রইলাম আমরাও।