আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর || ভ্রাতৃদ্বিতীয়ার পবিত্র তিথিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এসে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে ভাইফোঁটা দেন। এদিন মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে আয়োজিত ভাইফোঁটা অনুষ্ঠানে রাজ্যের বোনেদের থেকে ভাইফোঁটা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভাই-বোনের পবিত্র সম্পর্ক উৎযাপনের এই মঙ্গল অনুষ্ঠানে আগত সকল বোনেদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। তিনি বলেন, এই শুভ তিথিতে আমি রাজ্যের সকল বোনদের সুখ, সমৃদ্ধি ও সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার করি। মুখ্যমন্ত্রী বলেন, ভ্রাতৃদ্বিতীয়া উৎসব ভাই-বোনের আত্মিক বন্ধনকে আরো সুদৃঢ় করে। এই বিশেষ পর্বে রাজ্যের সকল বোনদের প্রতি রইলো আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ত্রিপুরা বিধানসভার চিফ হুইপ কল্যাণী রায়ের কাছ থেকে ভাইফোঁটা গ্রহন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন বিধায়িকা অন্তরা দেব সরকার ও মীনা রাণী সরকারের ভাইফোঁটা গ্রহন করেন মুখ্যমন্ত্রী।