আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ নভেম্বর || রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বন্যায় ক্ষতিক্ষস্ত পরিবারদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। মঙ্গলবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর আনন্দনগর পশু হাসপাতালে এই আর্থিক সহায়তাগুলো তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে শ্রীনগর পঞ্চায়েত, আনন্দনগর পঞ্চায়েত, পশ্চিম আনন্দনগর পঞ্চায়েত, মহেশখলা পঞ্চায়েত,
জারুল বাচাই পঞ্চায়েত, মলয় নগর পঞ্চায়েত এবং আগরতলা পুর নিগমের ২৬নং, ২৭নং, ২৮নং, ২৯নং, ৩০নং ওয়ার্ডের তথা ৬টি পঞ্চায়েত ও ৫টি আগরতলা পুর নিগমের মোট ৩৩ জন সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। দিন এই বিষয়ে বিস্তারিত জানান ডুকলি আর ডি ব্লকের চেয়ারম্যান বুলব সাহা।