আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ নভেম্বর || মঙ্গলবার বিকেলে রাজধানী আগরতলার গীতাঞ্জলি স্টেট ট্যুরিস্ট গেস্ট হাউসে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ৩৮’তম পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন এই বৈঠকের পৌরহিত্য করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী।
এদিন এই বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, বন দপ্তরের পিসিসিএফ তথা চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন রবীন্দ্র কুমার শ্যামল, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগী, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব দেববর্মা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা।