মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা সহ আর্থিক ভাবে সাহায্য করলেন রাজ্য সরকার সহ এডিসি প্রশাসন

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৬ নভেম্বর || গন্ডাছড়া মহকুমায় বুধবার স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা সহ আর্থিক ভাবে সাহায্য করলেন রাজ্যের টিটিএএডিসি’র কর্মকর্তারা। এতে খুশী গন্ডাছড়া মহকুমার জাতিজনজাতি অংশের মৎস্যজীবীরা।
প্রসঙ্গত, ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার তথা এডিসি এলাকার মৎস্যজীবীদের আর্থিক মানোন্নয়নের জন্য বদ্ধপরিকর। সেদিকে লক্ষ রেখে বুধবার টিটিএএডিসি পরিচালিত গন্ডাছড়া মহকুমার মৎস্য খামারের উদ্যোগে মহকুমার সকল অংশের মৎস্যজীবীদের নিয়ে মৎস্য খামারের ট্রেনিং হলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ধলাই জেলার মৎস্য দপ্তরের কর্মকর্তা, টিটিএএডিসি’র ইএম রাজেশ ত্রিপুরা, ইএম কমল কলই এবং সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া। সভাপতিত্ব করেন বিজেপি’র জনপ্রিয় নেতৃত্ব বিকাশ চাকমা।
এদিন মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে সভার সূচনা করেন এডিসির মুখ্য কার্য্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া। সভায় স্বাগত ভাষণ রাখেন গন্ডাছড়া মৎস্য খামারের সুপার মদন ত্রিপুরা। বুধবারের এই সভায় ট্রেনিং হলটি কানায় কানায় পরিপূর্ন করে রেখেছিলো সকল অংশের মৎস্যজীবীরা। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। প্রায় প্রত্যেক বক্তাই স্বল্প খরচে মৎস্য চাষ করে কিভাবে আর্থিক মানোন্নয়ন করা যায় তার উপর জোড় দেন। তাছাড়াও রাজ্য সরকার এবং এডিসি প্রশাসনের দেওয়া আর্থিক সহযোগীতাগুলিকে সঠিক কাজে লাগানোর পরামর্শ দেন বক্তারা।
বুধবারের এই সভায় উপস্থিত অতিথিরা বয়স্ক মৎস্যজীবী এমন একহাজার ব্যক্তির হাতে ছয় হাজার টাকার ভাতার চেক তুলে দেন। তাছাড়াও মাছের ডিম ছাড়ার জন্য বছরের তিনমাস বন্ধ থাকার ফলে অন্যান্য বছরের ন্যায় ২০২৩-২৪ইং অর্থ বছরের প্রায় ছয়শো মৎস্যজীবীর প্রতি মৎস্যজীবীর হাতে তিন হাজার টাকার চেক তুলে দেন এডিসির কর্মকর্তারা। যারা বকেয়া রয়েছে তাদের আগামী কিছুদিনের মধ্যে দফায় দফায় আর্থিক সাহায্য প্রদান করার ঘোষণাও দেন মৎস্য কর্মকর্তারা। বুধবারের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মৎস্যজীবীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*