আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর || বৃহস্পতিবার গোটা রাজ্যে যথাযথ মর্যাদার সাথে সিপিআই’র উদ্যোগে ১০৮’তম মহান নভেম্বর বিপ্লব দিবস পালন করা হয়। এদিন সিপিআই রাজ্য দপ্তর জুনু দাস ভবনে মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে রক্ত পতাকা উত্তোলন করেন প্রবীণ সিপিআই নেতা হরিহর সাহা।
একই দিনে মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে সিপিআই সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবনে রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআই রাজ্য পরিষদের সদস্য অরুন সেনগুপ্ত।
এদিন সিপিআই শান্তিরবাজার বিভাগীয় পরিষদের লক্ষীছড়ায় মহান নভেম্বর বিপ্লব দিবস পালন করা হয়। এই উপলক্ষে রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআই রাজ্য পরিষদের সদস্য মনোরঞ্জন ত্রিপুরা।
এছাড়াও সিপিআই কৈলাশহর, কমলপুর, বিলোনিয়া, ধর্মনগর, বিশালগড় বিভাগীয় পরিষদের উদ্যোগে যথাযথ মর্যাদার সাথে এদিন ১০৮’তম মহান নভেম্বর বিপ্লব দিবস পালন করা হয়।