আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর || রাজধানীর আমতলী এলাকা থেকে ১০-১২ দিন আগে চুরি যাওয়া একটি স্কুটি উদ্ধার করলেন বটতলা থানার ওসি শুভজিত দেব। রাজধানীর বটতলা দশমীঘাটের মহাবির ক্লাব সংলগ্ন এলাকা থেকে থেকে এই স্কুটিটি উদ্ধার করে পুলিশ। স্কুটিটির নম্বর হল TR01 AM 9832।