গাড়ি সহ ৪ চোর গ্রেপ্তার, চোরের উপদ্রবে আতঙ্কিত খোয়াইবাসী

গোপাল সিং, খোয়াই, ০৮ নভেম্বর || ক্রমাগত চুরির ঘটনার বাড়বাড়ন্তের মধ্যে খোয়াই পুলিশ প্রশাসনের অসফলতার কারনে জনগণের ক্ষোভ বাড়ছে। এরই মধ্যে চোরের বিরদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানা। বৃহস্পতিবার বিকেলে জাম্বুরা এলাকায় মাঠ থেকে এক ভদ্রমহিলার ছাগল চুরি করে একটি গাড়ি করে পালিয়ে যায় চোরের দল। পরে ভদ্রমহিলা গাড়ির নাম্বার সহ খোয়াই থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। থানার ওসি সুবীর মালাকারের নেতৃত্বে চারটি দলে বিভক্ত হয়ে শহর জুড়ে তল্লাশি অভিযানে নামে পুলিশ। গভীর রাতে সাফল্য পায় পুলিশ। চারটি গাড়িসহ চারজন চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। চারজন চোরের মধ্যে তিনজনের বাড়ি চাম্পাহাওর এলাকায় এবং একজনের বাড়ি খোয়াইতে।
বিগত দীর্ঘসময় ধরে খোয়াইবাসী চোরের উপদ্রবে অতিষ্ঠ। দুদিন আগেও রাতের আধারে খোয়াই সোনাতলায় একজন চাকুরীচ্যুত ১০,৩২৩ শিক্ষকের বাড়ী থেকে ৩টি গবাদী পশু চুরি করে নিয়ে যায় চোরের দল। বিরাট ক্ষতির সম্মুখীন ঐ অসহায় শিক্ষক পরিবার। প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটেই চলছে খোয়াইতে। নিরাপত্তাহীনতায় ভুগছেন খোয়াইবাসী। ঘর-বাড়ী খালি রেখে গেলেই সর্বস্ব লুট করছে চোরের দল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*