আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর || গাড়ি থেকে অগ্নিকাণ্ড রাজধানীতে। পুড়ে ছাই একটি কেইকের দোকান। ঘটনা আগরতলার কর্নেল চৌমুনী এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। এই ঘটনায় প্রায় দুই থেকে আড়াই লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক দীপক চক্রবর্তী ছেলে।