আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর || একইদিনে রাজ্যের সব সরকারি বেসরকারি স্কুলের পড়ুয়াদের তথ্য একত্রিত করার নির্দেশ দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। জানা যায়, কেন্দ্রীয় সরকারের তরফে এই সংক্রান্ত বার্তা এসেছে যাতে পড়ুয়াদের যাবতীয় তথ্য সেন্ট্রালাইজড করা হয়। অর্থাৎ যেন একটি মাত্র ক্লিক করে যে কারোর তথ্য জানা যেতে পারে। এই কাজটি অনেক আগেই শুরু হয়েছিল। এবার জানিয়ে দেওয়া হয়েছে শনিবারের মধ্যে অবিভাবকরা নিজেরা আবেদনজমা পুরণ করে স্কুলে এনে জমা দেবেন। তাই শনিবার বিভিন্ন স্কুলে সেই আবেদনপত্র জমা নেওয়ার চিত্র দেখা গেছে অবিভাবকদের মধ্যে।