আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর || দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে গত বছরে ন্যায় এবছরও ৯ই নভেম্বর থেকে শুরু হয় স্বর্গীয় শিবনাথ দে স্মৃতি ৫’এ সাইড প্রাইজমানি নক আউট ফুটবলের আসর। ৯ এবং ১০ই নভেম্বর, দু’দিন ব্যাপী আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতার সূচনা করেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়ের মনিকা দাস দও। সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব, যুগ্ম সচিব, সহ-সভাপতি সহ দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের কর্মকর্তারা।
এবছর স্বর্গীয় শিবনাথ দে স্মৃতি ৫-এ সাইড ফুটবল আসরে ২০টি দল অংশগ্রহণ করে। নক আউট প্রাইজমানি ফুটবল আসরের চ্যাষ্পিয়ন দল পাবে ৭ হাজার টাকা ও রার্নাস দল পাবে ৫ হাজার টাকা সহ ট্রফি।