আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর || শনিবার দু’দিন ব্যাপী রাজ্য থাইথোলন চ্যাষ্পিয়নশীপ অনুষ্ঠানের সমাপ্তি হয় আগরতলা উমাকান্ত স্কুল সুইমিং পুল প্রাঙ্গনে। এই প্রতিযোগিতায় অংশ নিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে খেলোয়ারা অংশ গ্রহন করেন। এই প্রতিযোগিতায় সাব-জুনিয়ার, জুনিয়ার ও সিনিয়ার বালক ও বালিকা অংশগ্রহণ করেন।
শনিবার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্রোনাচার্য অ্যাওয়ার্ডে ভূষিত বিশ্বেশ্বর নন্দী, ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়, থাইথোলন এসোসিয়েশনের সম্পাদক অমিও কুমার দাস সহ অন্যান্যরা। এদিন চারটা গ্রুপের যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দিলেন উপস্থিত অতিথিরা।