উত্তর বড়মুড়ায় রাজ্যভিত্তিক কমলা উৎসবের সূচনা করলেন মন্ত্রী রতন লাল নাথ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর || জম্পুই পাহাড়ে প্রথম কমলা উৎসব শুরু হলেও এখন আর শুধু জম্পুই নয়, জম্পুইজলা এবং কিল্লায়ও কমলা উৎসব যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। শনিবার উদয়পুর মহকুমার অন্তর্গত কিল্লা কৃষি মহাকুমার অধীন উত্তর বড়মুড়ায় রাজ্যভিত্তিক কমলা উৎসবের উদ্বোধন হয়। এদিন উত্তর বড়মুড়ায় রাজ্যভিত্তিক কমলা উৎসবের উদ্বোধন করেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ।
ফিঁতা কেটে কমলা উৎসবের সূচনা করে মন্ত্রী বলেন, এ রাজ্যের কুইন আনারসের পাশাপাশি উৎপাদিত কমলাও অত্যন্ত সুস্বাদু এবং যথেষ্ট  জনপ্রিয়তা অর্জন করেছে। জম্পুই পাহাড়ের মত বড়মুড়া পাহাড়ও ক্রমেই কমলা পাহাড় হিসেবে চিহ্নিত হবে, চাষীদের সঙ্গে কথা বলে এ বিশ্বাস পোষণ করছি বলে জানান মন্ত্রী।
এদিন এই কমলা উৎসবের অনুষ্ঠানে কৃষি মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক পাঠানলাল জমাতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, টি টি এ এ ডি সি’র মুখ্যকার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জামাতিয়া সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*