বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১০ নভেম্বর || দশমী রিয়াং পাড়ায় বাইক দুুর্ঘটনায় আহতদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রভু করুনেশ্বর মাধব দাস। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার দশমী রিয়াং পাড়ায় জাতীয় সড়কে টি আর ০৮ জি ৫০৩৫ নাম্বারের বাইকে করে তিনজন দুর্ঘটনার স্বীকার হয়। দুর্ঘটনার পরবর্তী সময় লোকজনেরা ঘটনাস্থলে উপস্থিত থেকেও আহতদের কোনোপ্রকার সাহায্যের হাত বাড়িয়ে দেননি। অবশেষে আহতদের চিকিৎসা পরিষেবা প্রদানে সাহায্যের হাত বাড়িয়ে দেন বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস। প্রভু ধর্মীয়প্রচরের কাজে যাবার পথে দেখতে পান জাতীয় সড়কের পাশে আহত দুইজন যুবক পরে রয়েছে। এই দৃশ্য দেখার পর প্রভু রাস্তায় দাড়িয়ে পরে আহতদের উদ্ধার কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন। প্রভু এই দুর্ঘটনার বিষয়ে শান্তির বাজার দমকলবাহিনীর কর্মীদের খবর দেন ও শান্তিরবাজার থানায় খবর দেন। ঘটনায় খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে।
জানা যায়, দুর্ঘটনায় তিনজন আহত হলেও দুইজনকে উদ্ধার করা হয়েছে। বাকি একজন আহত হয়েও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অনুমান করা হচ্ছে। দু্র্ঘটনার সঠিক কারন জানাযায়নি এবং দুর্ঘটনায় আহতদের পরিচয় জানাযায়নি। দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ। আজকের দিনে প্রভুর এইধরনের উদার মানসিকতারজন্য সকলে প্রভু করুনেশ্বর মাধব দাসকে ধন্যবাদ জানিয়েছেন।