আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর || আগামী পঁচিশ নভেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত বেকারির জিনিসপত্রের দ্রব্যমূল বৃদ্ধি করা হবে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান অল ত্রিপুরা বেকারি এসোসিয়েশনের সাধারন সম্পাদক কাজল চক্রবর্তী।
রবিবার আগরতলার প্রেস ক্লাবে অল ত্রিপুরা বেকারি এসোসিয়েশনের সাধারণ বার্ষিক সভা আয়োজন করা হয়। এই দিনের সাধারণ সভায় আগরতলা শহরের বেকারির মালিকদের মধ্যে আলোচনা হয় দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বেড়েই চলছে কিন্তু বেকারির কাজে ব্যবহৃত ময়দা, সরিষার তেলের দাম অনেক বেড়ে গিয়েছে। তাই আগামী ২৫শে নভেম্বর তাদের দ্রব্যমূল্য দাম বৃদ্ধি করা হবে বলে আলোচনার বিষয়গুলো সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন।