৪৮ ঘন্টা ধরে বিএসএনএল পরিষেবা স্তব্ধ গন্ডাছড়া মহকুমায়, প্রশাসন নির্বিকার

সুব্রত দাস, গন্ডাছড়া, ১০ নভেম্বর || গন্ডাছড়া মহকুমা ৪৮ ঘন্টা ধরে বিএসএনএল পরিষেবা স্তব্ধ। প্রশাসন নির্বিকার। দ্রুত পরিষেবা প্রদান করতে যুব কংগ্রেস সরব হল। রবিবার দুপুরে যুব কংগ্রেসের একটি প্রতিনিধি দল গন্ডাছড়া মহকুমা বিএসএনএল পরিষেবা নিয়ে মহকুমা অফিসে যায়। দুর্ভাগ্যের বিষয় হলো অফিসে কাউকে না পেয়ে প্রতিনিধি দলটি ১২ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে, সংবাদ মাধ্যমের মুখোমুখি হন।
এদিন এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাইমাভ্যালি যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার সহ কর্মী সমর্থকরা। এদিন তিনি জানান, দীর্ঘ দিন ধরে বিএসএনএল কতৃপক্ষ গ্রাহকদের পকেট কাটছে। মহকুমার সমস্ত সরকারি কাজকর্ম স্তব্ধ হয়ে পড়ছে। মহকুমার প্রত্যন্ত এলাকার ন্যায্য মূল্যের দোকানগুলি নেটওয়ার্কের সমস্যা দরুন ভোক্তাদের সঠিকভাবে পরিষেবা দিতে পারছেন না। বিভিন্ন প্রত্যান্ত এলাকা থেকে সাধারণ জুমিয়া পরিবার গুলি গাঁটের টাকা খরচ করে ন্যায্য মূল্যের দোকানে এসে বিপাকে পড়তে হচ্ছে। একমাত্র নেটওয়ার্কের সমস্যা দরুন।
তাছাড়াও মহকুমার সব কয়টি অফিসে কাজ কর্ম লাঠে ওঠার উপক্রম দেখা দিয়েছে। সাধারণ মানুষের বিভিন্ন অত্যাবশ্যকীয় শংসাপত্র বের করতে পারছেন না বলে অভিযোগ। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও বিএসএনএল কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে দেখা যায়নি মহকুমা প্রশাসনকে। ফলে ক্ষুব্ধ গ্রহক মহল। অপর দিকে মহকুমার ব্যাপক সংখ্যক গ্রাহক বিএসএনএল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে খবর। যদিও রবিবার যুব কংগ্রেসের প্রতিনিধি দল এক প্রকার হুমকির মুখে ১২ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়ে আসেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*