আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর || আগরতলা শহরের বুকে যুবক খুন। চাঞ্চল্যকর এই ঘটনা রাজধানীর খেজুরবাগান এলাকায়। জানা যায়, গত ৬ই নভেম্বর ছট পূজা শেষে রাত থেকে নিখোঁজ ছিলেন ২৫ বছরের যুবক রনি লস্কর। তার দু’দিন পর আগরতলা এনসিসি থানায় মিসিং ডায়েরি করা হয় পরিবারের তরফে।
রবিবার রাজধানীর খেজুরবাগানস্থিত সাহা পাড়ায় রহস্যজনকভাবে ঐ যুবকের মৃতদেহ উদ্ধার হয়। তার পরিবারের অভিযোগ রনিকে অন্যত্র খুন করে সেখানে ফেলা হয়েছে। পরিবারের সকলে রঞ্জন রায় নামে এক ব্যাক্তিকে সন্দেহ করছেন। সে আবার নাকি পুরনো খুনের মামলার অভিযুক্ত। নিহত রনি লস্করের বাড়ি সেউ এলাকাতেই বলে জানা যায়।