আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর || ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি ও উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সোমবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়াম হলে এক রাজ্যভিত্তিক গণ কনভেনশন অনুষ্ঠিত হয়। এদিন এই কনভেনশনে উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ, বিশিষ্ট চিকিৎসক ইন্দ্রজিৎ পাল, ডি ওয়াই এফ আই’র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, ডি ওয়াই এফ আই’র রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য নেতৃত্বরা।