আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর || রাজ্যের প্রানী সম্পদ বিকাশ দপ্তরের সচিব ও দপ্তরের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে সোমবার রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন রাজধানীর গোর্খাবস্তিস্থিত প্রানী সম্পদ বিকাশ অধিদপ্তরের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।
বৈঠকে বন্যায় ক্ষতিগ্রস্ত পশু পালকদের জন্য গৃহীত সরকারি সুযোগ সুবিধাগুলো নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে দিতে আধিকারিকদের নির্দেশ প্রদান করেন মন্ত্রী সুধাংশু দাস। পাশাপাশি রাজ্যে পর্যাপ্ত পরিমাণে দুধ ও ডিমের চাহিদার যোগান মেটাতে বিভিন্ন বিষয়ের উপর দীর্ঘ আলোচনা করেন তিনি।