আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর || গত ১৩ই অক্টোবর মধুপুর থানার অন্তর্গত খামারহাটি এলাকার সমরজিৎ চৌধুরী আমতলী থানার অন্তর্গত ওএনজিসি নেতাজি নগর এলাকায় শশুর বাড়িতে গিয়ে তার স্ত্রী তনুশ্রী চৌধুরী এবং শাশুড়ি সুমা আচার্যকে ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করে! এই ঘটনার অভিযুক্তকে কঠোর শাস্তি প্রদান করার জন্য সোমবার আদালতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসীরা। তারা দাবি করেন অভিযুক্ত সমরজিৎ চৌধুরীকে ফাঁসি দেওয়ার জন্য।