আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর || রাজধানীর জয়নগর এলাকা থেকে চুরি যাওয়া বিভিন্ন জিনিসপত্র, স্বর্ণালঙ্কার সহ পাঁচ জন কুখ্যাত চোরকে আটক করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। পাঁচ জন চোরের মধ্যে একজন মহিলা রয়েছে।
রবিবার এই বিষয়ে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, সেপ্টেম্বর মাসে রামনগর ১নং এলাকার বাসিন্দা যোগেশ মজুমদারের বাড়িতে চোরের দল হানা দিয়ে স্বর্ণালঙ্কার, মূল্যবান সামগ্রী সহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময়ে বাড়ির মালিক সিসি ক্যামেরা খতিয়ে চোরদের শনাক্ত করে থানায় মামলা দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জয়নগর এলাকা থেকে প্রথমে দু’জন চোরকে আটক করে। পরে তাদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও তিনজন চোরকে আটক করে পুলিশ। তিনি জানান, তাদের কাছ থেকে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার বাজেয়াপ্ত করা হয়েছে।