বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১১ নভেম্বর || শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ী এলাকার বসবাসকারী লোকজনেরা কৃষি কাজের উপর নির্ভরশীল। এই বছর সমগ্র ত্রিপুরার মধ্যে বগাফা ব্লক এলাকায় বৃষ্টি বেশি পরিমানে হয়েছে। এতে করে জোলাইবাড়ীর দেবদারু এলাকায় কৃষকরা ব্যাপকহারে ক্ষতির সন্মুখিন হয়েছে। বন্যার পরবর্তী সময় পূজার মরশুম শেষে কৃষকদের কৃষিজফসল উৎপাদনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ত্রিপুরা কৃষি স্নাতক সমিতি। দক্ষিন জেলায় এই সমিতিতে ৩৩ জন সদস্য রয়েছে। সকলে কৃষি দপ্তরের বিভিন্ন পদে কর্মরত রয়েছে। সকল সদস্যরা নিজেদের উপার্জিত অর্থ থেকে কিছুটা অর্থ কৃষকদের সহায়তায় ব্যায় করেছেন।
সোমবার দেবদারু কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এলাকার ১০০ জন বেনিফিসারী নির্ধারন করে কৃষিজ ফসলের বীজ ও নগদ কিছু অর্থ প্রদান করেন। আজকের অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভসূচনা করেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রীর পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন ত্রিপুরা জেলার কৃষি দপ্তরের আধিকারিক সুজিত কুমার দাস, বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক রাজীব সেন, জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস সহ অন্যান্যরা।
শ্রীদাম দাসের অক্লান্ত প্ররিশ্রমে আজকের অনুষ্ঠান সুন্দরভাবে সফল হয়েছে ও কৃষরা সঠিকভাবে সাহায্য পেয়েছে। এতে করে কৃষকরা ত্রিপুরা কৃষি স্নাতক সমিতিকে ও জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাসকে ধন্যবাদ জানিয়েছেন।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সময়ে রাজ্য সরকার সকলের উন্নয়ন স্বার্থে ও কৃষকদের উন্নয়ন স্বার্থে কি কি কাজ করছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।