দৈনিক মজুরি ৫০০ টাকা ও সপ্তাহে একদিন ছুটির দাবীতে কর্মবিরতির ডাক ওএনজিসি’তে কর্মরত শ্রমিকদের

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১২ নভেম্বর || বাইখোড়া ওএনজিসি’তে কর্মরত শ্রমিকরা আন্দোলনে সামিল হয়ে কর্মবিরতির ডাক দিলেন। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া এলাকায় ওএনজিসি’র বোম ফাঁটানোর কাজ চলছে। এই কাজে প্রায় ৫০০ থেকে ৬০০ এর অধিক শ্রমিকরা কাজে নিযুক্ত রয়েছে। শ্রমিকদের অভিযোগ, কাজে যোগদান করার পূর্বে এগ্রিমেন্ট করা হয়েছে শ্রমিকদের ৫৮০ টাকা মজুরি ও সপ্তাহে একদিন ছুটি দেওয়া হবে। কিন্তু দেখাযায় দীর্ঘ দিন কাজ করার পর শ্রমিকদের দৈনিক ৪০০ টাকা মজুরি দেওয়া হচ্ছে এবং সপ্তাহে একদিন ছুটি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছেনা। এই নিয়ে শ্রমিকরা মঙ্গলবার সকলে আন্দোলনে সামিল হয়ে কর্মবিরতির ডাক দেয়। সকলের দাবি শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করে দিতে হবে। তা নাহলে সকলে অনিদিষ্ট কালের জন্য কর্মবিরতিতে সামিল হবে।
জানা যায়, ভারতীয় মজদুর সংঘ সর্বদা শ্রমিকদের স্বার্থে কাজকরতে দেখাগেলেও কয়েকজন নেতৃত্ব অর্থের লোভে নিজেদের বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ এবং উনারাই শ্রমিকদের উপার্জিত অর্থের লাভের অংশ নিজেদের পকেটে ভরছে।
এদিন এই আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইখোড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলন প্রত্যাহারের দাবি জানালেও শ্রমিকরা উনাদের ন্যায্য পাওনার দাবিতে আন্দোলন জারী রাখেন। এখন দেখার বিষয় শ্রমিকদের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে প্রসাশন ও রাজ্যস্তরের ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বরা কোনোপ্রকারের পদক্ষেপ গ্রহণ করেন কিনা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*