আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর || আগরতলা শহরের যানজট নিরসনে এবার থেকে কঠোর হচ্ছে প্রশাসন। মঙ্গলবার সকালে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী এলাকা থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত অভিযান চালায় ট্রাফিক কর্মীরা এবং আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স। অভিযানে বের হয়ে প্রশাসনিক আধিকারিকরা প্রত্যক্ষ করেন রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় ব্যবসায়ীরা নিজের মর্জি মাফিক সরঞ্জাম সাজিয়ে বসে ব্যবসা করছে। পাশাপাশি দোকানের সামনে রাস্তার উপর সিঁড়ি, পোস্টার সহ অন্যান্য সরঞ্জাম রেখে রাস্তা ব্লক করে রেখেছিল। এদিন আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্সের কর্মীরা এই সরঞ্জাম গুলি তুলে নিয়ে যায়।
অপরদিকে রাস্তার দু’পাশে সাধারণ মানুষ রাস্তার উপর বেআইনিভাবে গাড়ি ও বাইক পার্কিং করে রাখছে। ট্রাফিক কর্মীরা তাদের মোটা অংক জরিমানা করে এবং গাড়িতে জরিমানার স্টিকার লাগিয়ে দেন।