আগরতলা, ২২ মে ।। আইএসসি, আইসিএসসি ফলাফলের পর এবার সিবিএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার দিন ঘোষিত হল। আগামী ২৫ মে সোমাবার সিবিএসসি পরীক্ষার ফল ঘোষিত হবে।
মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীরা সকাল থেকেই তাদের রেজাল্ট জানতে পারবেন। মাধ্যমিক পরীক্ষার্থীরা cbse.nic.in ও cbseresults.nic.in ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট জানতে পারবেন। উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবেন cbse.nic.in, cbseresults.nic.in এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে।
রেজাল্ট জানবার পদ্ধতি:
* অফিসিয়াল ওয়েবসাইটে (cbse.nic.in অথবা cbseresults.nic.in ) যান।
* ‘Results 2015’ -এ ক্লিক করুন।
* নিজের ID এবং সিকিউরিটি কোড দিন।
* ‘Show Result’ -এ ক্লিক করুন।