সিবিএসসি পরীক্ষার ফলাফল ২৫ মে

cBsEআগরতলা, ২২ মে ।। আইএসসি, আইসিএসসি ফলাফলের পর এবার সিবিএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার দিন ঘোষিত হল। আগামী ২৫ মে সোমাবার সিবিএসসি পরীক্ষার ফল ঘোষিত হবে।
মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীরা সকাল থেকেই তাদের রেজাল্ট জানতে পারবেন। মাধ্যমিক পরীক্ষার্থীরা cbse.nic.in ও cbseresults.nic.in ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট জানতে পারবেন। উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবেন cbse.nic.in, cbseresults.nic.in এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে।
রেজাল্ট জানবার পদ্ধতি:
* অফিসিয়াল ওয়েবসাইটে (cbse.nic.in অথবা cbseresults.nic.in ) যান।
* ‘Results 2015’ -এ ক্লিক করুন।
* নিজের ID এবং সিকিউরিটি কোড দিন।
* ‘Show Result’ -এ ক্লিক করুন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*