আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর || ফের রাজধানীতে দিনদুপুরে এলাকাবাসীদের হাতে ধরা পড়লো এক চোর। ঘটনা আগরতলার কৃষ্ণনগর কদমতলী এলাকায়। ধৃত চোরকে আগরতলা পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসীরা। চোরের নাম উমেশ কুমার, বাড়ি বিহার। জানা যায়, সে রাজধানীর পার্কলাইন হোটেলের রেশন ম্যানেজারের কাজ করে বলে সে জানায়।
ঘটনার বিবরণে জানা যায়, বেশ কয়েকদিন ধরে রাজধানীর কৃষ্ণনগর কদমতলী এলাকায় একটি দোকান থেকে বিভিন্ন সামগ্রী চুরি যাচ্ছে। পরবর্তী সময়ে দোকানের কর্মচারীরা জিনিস পত্রে গড়মিল লক্ষ্য করে। তারপর সিসি ক্যামেরা খতিয়ে দেখে তারা প্রতিদিন চুরি যাওয়ার বিষয়টি লক্ষ্য করেন। বুধবার সকালেও দোকানে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে এই ব্যক্তি। ধৃত নিজেকে পার্কলাইন হোটেলের রেশন ম্যানেজার বলে দাবি করেন।