গন্ডাছড়া মহকুমা সদরে এক রোগীর শরীরে ধরা পড়লো ডেঙ্গু জ্বরের উপসর্গ

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৩ নভেম্বর || ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা সদরে এক রোগীর শরীরে ধরা পড়লো ডেঙ্গু জ্বরের উপসর্গ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে উন্নত চিকিৎসার জন্য বুধবার জরুরী ভিত্তিতে পাঠানো হয় ধলাই জেলার কুলাই হাসপাতালে। উক্ত সংবাদে আতঙ্ক গোটা গন্ডাছড়া মহকুমায়। নীরব স্বাস্থ্য দপ্তর।
প্রসঙ্গত, ভাই ফোটা উপলক্ষে মেলাঘর থেকে গন্ডাছড়া মহকুমার ষাটকার্ডের বাসিন্দা প্রিয়জিৎ সাহার বাড়িতে ছুটে আসে পূজা সাহা নামে এক মহিলা। প্রিয়জিৎ সাহা জানান, পূজা সাহা তাদের বাড়িতে আসার পর থেকেই দিনরাত জ্বরে ভুগছিলো। মঙ্গলবার প্রিয়জিতের পরিজনরা জ্বরে আক্রান্ত পূজাকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। মহকুমা হাসপাতালের তৎকালীন চিকিৎসক সুব্রত দাস রোগীর অভিভাবককে কিছু পরীক্ষা করার নির্দেশ দেন। পরীক্ষার রিপোর্ট হাতে পেয়ে মঙ্গলবার রাতেই ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করেন। পাশাপাশি রোগীর অভিভাবককে জানিয়ে দেন যে রোগী পূজা সাহার শরীরে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের সংকেত পাওয়া গিয়েছে কিন্তু আর্থিক অনটনের কারণে মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত রোগী পূজাকে কুলাই হাসপাতালে নেওয়া সম্ভব না হলেও বুধবার সকালে সরকারী এম্বুলেন্স গাড়িতে করে কুলাই জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। হঠাৎ করে গন্ডাছড়া মহকুমায় ডেঙ্গুর প্রাদুর্ভাবের সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা মহকুমায় আতঙ্ক বিরাজমান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*