সুব্রত দাস, গন্ডাছড়া, ১৩ নভেম্বর || ডম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক মৎস্যজীবির। এই মৎস্যজীবির অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকায়।ঘটনার বিবরণে জানা যায়, গন্ডাছড়া মহকুমার ডম্বুরনগর ব্লকের অন্তর্গত পঞ্চরতন এডিসি ভিলেজের মনোরঞ্জনদাস পাড়ার বাসিন্দা সুধীর বিশ্বাস। বয়স আনুমানিক ৪৮ বছর। মৎস্যজীবি সুধীর বিশ্বাস ডম্বুর জলাশয়ে মৎস্য শিকার করে সেই মাছ গন্ডাছড়া বাজারে বিক্রি করে সংসার প্রতিপালন করতেন। অন্যান্য দিনের মতোই বুধবার জাল ও নৌকা নিয়ে বাড়ীর পাশে ডম্বুর জলাশয়ে মাছ ধরতে যান মৎস্যজীবি সুধীর বিশ্বাস। দীর্ঘক্ষন বাড়িতে না আসায় বাড়ীর লোকজন সুধীরবাবুকে খুঁজতে বের হন। প্রতিবেশীরা দূর থেকে দেখতে পায় যে সুধীরবাবুর নৌকাটি জলের উপর ভাসছে কিন্তু সুধীরবাবুকে দেখা যাচ্ছে না। এতে সন্দেহ বাড়ে সুধিরের পরিজনদের। ভাসমান নৌকার কাছে গিয়ে পরিজনরা দেখতে পায় জলে ডুবে রয়েছে সুধীর বিশ্বাস। সঙ্গে সঙ্গেই সুধীর বিশ্বাসকে জল থেকে উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সুধীর বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করে মর্গে পাঠিয়ে দেয়। জনাকয়েক প্রতিবেশীদের বক্তব্যে জানা গেছে, সুধীর বিশ্বাস মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মৎস্যজীবি সুধীর বিশ্বাসের অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকায়।